ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২১ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার বিকেলে প্রার্থীরা নিজেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ড. কামরুজ্জামান সেলিম।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, ঠাকুরগাঁও-১ আসনে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) বলরাম গুহ ঠাকুরতা ও ওয়ার্কার্স পার্টির ইমরান হোসেন চৌধুরী। ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির এটিএম মাহবুবুর রহমান, ডা. আব্দুস সালাম ও জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা। ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ ন্যাশলালিস্ট ফ্রন্ট'র (বিএনএফ) এনামুল হক তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রিপন/এমএএস/আরআইপি