ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:০৬ এএম, ২০ আগস্ট ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুর থানা ও কমিউনিটি পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মির্জপুর থানা মাঠে থানা ও কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনসাধারণের অংশগ্রহণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য থানা পুলিশকে সহায়তা করার নির্দেশ দেন।

এছাড়া তিনি মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করে যে কোনো বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে`তে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, টাঙ্গাইলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হাফিজ আল আসাদ, মির্জাপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহীদ, মির্জাপুর উপজেলা কমিউিনিটি পুলিশের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ।

এমজেড/পিআর