ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে ব্লগার পরিবারগুলো

প্রকাশিত: ০৮:০০ এএম, ২০ আগস্ট ২০১৫

একের পর এক ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন খুলনার কয়েকজন ব্লগারের পরিবার। ব্লগারদের কয়েকজন বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তাদের বাবা-মা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সূত্র জানায়, খুলনার টুটপাড়া এলাকার বাসিন্দা মনু আউয়াল দীর্ঘদিন ধরেই লেখালেখি করে আসছেন। কিন্তু ২০১৩ সালে ব্লগার রাজিব হত্যাকাণ্ডের পর ও বলগে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীদের নজরদারির কারণে তার পরিবার বর্তমানে আতঙ্কের মধ্য রয়েছেন। শুধু তিনি একা নন। তার মতো আরো কয়েকজন ব্লগারের পরিবার তাদের স্বজনদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে আছেন।
 
সূত্র আরো জানায়, ধর্মবিরোধী লেখার অভিযোগে তালিকা করে একাধিক অভিযান চালিয়ে চারজন ব্লগারকে গ্রেফতারও করে গোয়েন্দা বিভাগ। গ্রেফতার এড়াতে ওই সময় তালিকার অনেকে লেখালেখি বন্ধ করে আত্মগোপন করেন। কিন্তু তালিকার কয়েকজন দেশের বাইরে থাকায় তাদের গ্রেফতার করা যায়নি।

এখন কারো বিরুদ্ধে ধর্মবিরোধী কোনো লেখা বা উস্কানির প্রমাণ পেলে তাকে গ্রেফতারের ও তার বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খুলনার এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, এখন সব কিছুতেই আমাদের কঠোর নজরদারি রয়েছে। তথ্য প্রযুক্তি আইন অনুসারে ধর্ম নিয়ে কটূক্তি করলে তা যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ শাস্তি ১৪ বছর অথবা ১ কোটি টাকা অর্থদণ্ড। দণ্ড বিধি অনুসারে এর শাস্তি ১ থেকে ২ বছর হতে পারে। আর এটাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মনুর পরিবারে কাছে।

একদিকে পুলিশের কঠোর অবস্থান অন্যদিকে আততায়ীর ভয়ে চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন তালিকাভুক্ত ব্লগাররা।

আলমগীর হান্নান/এসএস/আরআইপি