ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মনসুর থাকেন স্ত্রীর বাড়িতে, চড়েন স্ত্রীর গাড়িতে

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৪:৫০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৮

ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ মৌলভীবাজার-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পেশা হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন সমাজকর্মী।

নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী, নগদ টাকা হিসেবে তার আছে ৫৫ লাখ টাকা। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ আলাদাভাবে রয়েছে ২৫ লাখ এবং ৩০ লাখ।

স্ত্রীর নামে ২০ লাখ টাকা মূল্যের গাড়ি এবং ৩০ লাখ টাকা মূল্যের বাড়ি থাকলেও সুলতান মনসুরের তা নেই। স্ত্রীর সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ আছে ২৫ লাখ টাকা। এক লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী আছে তাও স্ত্রীর নামে।

বিয়ের সূত্রে প্রাপ্ত ২০ ভরি স্বর্ণও স্ত্রীর নামে। দুই লাখ টাকা মূল্যের আসবাবপত্র আছে তার নামে। তার ওপর নির্ভরশীলদের আয় ছয় লাখ ৬২ হাজার ৪০০ টাকা। তবে যৌথ মালিকানায় দুই লাখ ৬৩ হাজার ১৫৭ টাকার ৯ দশমিক ৫ অংশের দালানের মালিক সুলতান মোহাম্মদ মনসুর।

এ বিষয়ে সুলতান মনসুর জাগো নিউজকে বলেন, রাজনীতি ঈমানের অংশ। রাজনীতি করি মানুষ এবং সমাজের সেবা করার জন্য, সারাজীবন রাজনীতির পেছনেই গেল, টাকা আয়ের সময় কই? যা আছে তা আমার হলফনামায় দেয়া আছে।

রিপন দে/ বিএ

আরও পড়ুন