ভিডিও কনফারেন্সে আজ বাটাখালী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অবশেষে যোগাযোগের ক্ষেত্রে সূচনা হচ্ছে চকরিয়ার মাতামুহুরী নদীতে নবর্নিমিত বাটাখালী সেতুর। বেইলি সেতুর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণ হওয়ায় চকরিয়ার উপকূলের সাত ইউনিয়ন ও দ্বীপ উপজেলা মহেশখালীর সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে। এতে সুফল ভোগ করবে দুই জনপদের অন্তত পাঁচ লাখ মানুষ।
পাশাপাশি এ জনপদে উৎপাদিত মৎস্য, লবণ, পানসহ নানা কৃষি পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা এখন আরো সহজ হবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন কক্সবাজার সড়ক বিভাগ।
জানা গেছে, ১৯৮২ সালে নদীর উপর নির্মিত বেইলি সেতু দিয়ে চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের শতশত যানবাহন ও জনসাধারণ চলাচল করে আসছিল এতদিন। কিন্তু বিগত সময়ে সেতুটির পাটাতন খুলে গিয়ে বারবার যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের শিকার হয় পরিবহন মালিক শ্রমিক ও যাত্রী সাধারণ।
এ অবস্থায় ২০১৪ সালে বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের চকরিয়ায় এসে বাটাখালী সেতুর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। ওইসময় তিনি সড়ক বিভাগকে নির্দেশ দেন দ্রুত সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত করতে। তার নির্দেশে সড়ক বিভাগ ততৃীয় বারের মতো সেতুটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করেন।
টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেতুটি নির্মাণের কাজটি পান চট্টগ্রামের আগ্রাবাদের ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ঠিকাদইর প্রতিষ্ঠান। ওই বছরের ১৪ ডিসেম্বর থেকে নির্মাণ কাজ শুরু করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি মাসের প্রথম দিকে সেতুর নির্মাণ কাজ প্রায় সমাপ্ত করেছে প্রতিষ্ঠানটি।
ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) প্রকৌশলী মো ইমরুল শাহেদ বলেন, নির্মাণ কাজের কার্যাদেশ পেয়ে যথাসময়ে সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। সিডিউলের শর্তাবলী অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সেতুর শতভাগ কাজ শেষ করা হয়েছে।
কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, তৃতীয় দফার সর্বশেষ টেন্ডারে ১৭০ দশমিক ৭২ মিটার লম্বা ও ১০ দশমিক ৭৫ মিটার প্রস্থ এবং ৫ স্প্যান ও চারটি পিলারসহ দুই পাশে দুটি পিসি গাডার সম্বলিত নির্মিত সেতুতে প্রাক্কালিত ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ টাকা।
তিনি আরো বলেন, সড়ক বিভাগের কর্মকর্তাদের দক্ষ মনিটরিংয়ের মাধ্যমে ইতোমধ্যে বাটাখালী সেতুর শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
সায়ীদ আলমগীর/বিএ