ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লড়াইয়ের জন্য টিকে গেলেন তন্ময়

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নি অফিসার।

পাশাপাশি বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ সারহান নাসের তন্ময়ের মনোনয়নসহ মহাজোট, ঐক্যফ্রন্ট ও বিভিন্ন দলের সর্বমোট ২৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির দুই প্রার্থী ও এনপিপির একজনের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

বাগেরহাট-১ আসনে ঋণখেলাপির দায়ে জাতীয় পার্টির আহমেদ জোবায়ের এবং বাগেরহাট-২ আসনে একই দলের প্রার্থী শেখ মোস্তাফিজুর রহমানের মনোনয়নে ত্রুটি থাকায় বাতিল করা হয়। একই সঙ্গে বাগেরহাট-৪ আসনে এনপিপির প্রার্থী মো. আমিনুল ইসলাম খানের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল করা হয়।

বাগেরহাটের ৪টি আসনে যে ২৬ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয় তারা হলেন- বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন, বিএনপির প্রার্থী সাবেক এমপি শেখ মুজিবর রহমান, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. লিয়াকত আলী শেখ ও মুসলিম লীগের এমডি সামসুল হক।

পাশাপাশি বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ সারহান নাসের তন্ময়, বিএনপির প্রার্থী এমএ সালাম, ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সিপিবির সেকেন্দার আলী, স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হেসেন, রেজাউর রহমান মন্টু, ইসলামী আন্দোলনের মো. আব্দুল আওয়াল ও জাকের পার্টির খান আরিফুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সেই সঙ্গে বাগেরহাট-৩ (রামপাল ও মংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি হাবিবুন নাহার তালুকদার, বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা শাহজালাল সিরাজী, জাকের পার্টির মো. রেজাউল শেখ, জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সেখ ও জাতীয় পার্টির মো. সেকেন্দার আলী মনির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এছাড়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন, বিএনপি প্রার্থী খায়রুজ্জামান শিপন, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, জাপার প্রার্থী সোমনাথ দে, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল মজিদ, সিপিবির শরীফুজ্জামান তালুকদার ও বিএনএফর মো. রিয়াদুল ইসলাম আফজালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

শওকত আলী/এএম/জেআইএম

আরও পড়ুন