ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় বিএনপি প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

মাগুরার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিএনপি ও গণফোরামসহ চার প্রার্থী বাদ পড়েছেন। এদের মধ্যে মাগুরা-১ আসন থেকে বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিঞ্জা কুটি, কাজী রেজাউল ইসলাম ও গণফোরামের ডাক্তার মিজানুর রহমান।

পাশাপাশি মাগুরা-২ আসন থেকে বাদ পড়েছেন বিএনপির মেহদি আল মাসুদ। তবে এ আসনে বিএনপির আরেক প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়।

রোববার মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা মোহম্মদ আলী আকবর।

এর মধ্যে মাগুরা-১ আসনে বৈধ প্রার্থী মোট সাতজন। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান শিখর, বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, জেএসডির এমএ আওয়াল, ইসলামী আন্দোলনের নাজিরুল ইসলাম, এনএনপির কাজী তৌহিদুল ইসলাম ও এনপিপির মুহতাসিন বিল্লাহ।

পাশাপাশি মাগুরা-২ আসনের বৈধ প্রার্থী তিনজন হলেন- আওয়ামী লীগের বীরেন শিকদার, বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও ইসলামী আন্দোলনের মুফতি মোস্তফা কামাল।

আরাফাত হোসেন/এএম/পিআর

আরও পড়ুন