ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে মাশরাফিসহ ১৬ প্রার্থী বৈধ, অাটজনের মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

নড়াইল-২ আসনে বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে পাঁচজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনে মাশরাফিসহ ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নড়াইল-২ আসনে বাতিলরা হলেন- সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলাম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী, স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন, মো. জামাল উদ্দীন ও সাবেক এমপি মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলাম।

অপরদিকে নড়াইল-১ আসনে আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে বাতিলরা হলেন- লে. কমান্ডার ওমর আলী, সিকদার মো. শাহাদত হোসেন ও শেখ মিজানুর রহমান।

রোববার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরা প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

Narail-Election-Picture-01

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

যাদের মনোনয়ন বৈধ

নড়াইল-১ আসনের বৈধ প্রার্থীরা হলেন- বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত বিএম কবিরুল হক মুক্তি, সমাজতান্ত্রিক দল জাসদের (একাংশ) শরীফ নূরুল আম্বিয়া, বিএনপির জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও এস কে এম সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলনের মনোনয়নপ্রাপ্ত মো. খবির উদ্দিন ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি-ছালু) সাধারণ সম্পাদক মুনসুরুল হক।

নড়াইল-২ আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা, বিএনপি মনোনীত শরীফ কাসাফুদ্দোজা কাফী, ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী এনপিপির চেয়ারম্যান এ জেড এম ড. ফরিদুজ্জামান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম নাছির উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি-ছালু) সভাপতি মো. মনিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহবুবুর রহমান।

হাফিজুল নিলু/জেডএ/জেআইএম

আরও পড়ুন