ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

জামালপুরে বর্তমান ও সাবেক এমপিসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল ও ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার সকাল থেকে যাচাই-বাছাই শুরু হয়।

যাচাই বাছাইয়ে দণ্ডপ্রাপ্ত আয়কর ফাঁকির একটি মামলা আপিলে নিস্পত্তি না হওয়ায় জামালপুর-১ আসনে বিএনপির সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৪ আসনে সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগ করলেও তা যথাযথ না হওয়ায় বিএনপির ফরিদুল কবির তালুকদার শামীম, একই আসনের আয়-ব্যয়ের উৎস ও হলফনামায় স্বাক্ষর না থাকায় বর্তমান এমপি মামুনুর রশিদ জোয়াদ্দার জামালপুর-৩ আসনে ঋণ খেলাপির কারণে গণফোরাম প্রার্থী নঈম জাহাঙ্গীর, আয়-ব্যয়ের তথ্য না থাকায় বিকল্পধারার প্রার্থী মাসুম বিল্লাহ, একই আসনে সমর্থকদের স্বাক্ষর জাল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুর রহমান, দলীয় মনোনয়নপত্র না থাকায় জামালপুর-৫ আসনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও জাতীয় পার্টির প্রার্থী কাজী নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে ব্যাখ্যায় জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আহমেদ কবির।

এছাড়া জামালপুরের ৫টি আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন তিনি।

এমএএস/পিআর