ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাট-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক শফিউল আরিফ এ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

তারা হলেন- লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে স্বতন্ত্র প্রার্থী আবু হেনা মো. এরশাদ হোসেন সাজু ও স্বতন্ত্র প্রার্থী হাবিব মো. ফারুক।

পাশাপাশি লালমনিরহাট-২ (কালীগঞ্জ -আদিতমারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া লালমনিরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম মিঠু ও শামীম আহম্মেদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

রবিউল/এএম/পিআর

আরও পড়ুন