ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় বিএনপি প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

বরগুনার দুটি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে তিনজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার বরগুনার জেলা প্রশাসক কবির মাহমুদ।

মনোনয়নপত্র বাছাইয়ের দিন রোববার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ তিনজনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- বরগুনা-১ আসনের বিএনপির প্রার্থী মো. মতিউর রহমান তালুকদার, বরগুনা-২ আসনের প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী মো. সালাহ উদ্দিন ও এনপিপির প্রার্থী মো. মিজানুর রহমান।

বাতিল হওয়া এ তিন প্রার্থীর মধ্যে মতিউর রহমান তালুকদারকে একটি জিআর মামলায় বরগুনার আদালত তিন বছরের কারাদণ্ড দেন। তবে এ রায়ের বিরুদ্ধে বরগুনার জজ কোর্টে আপিল করেন তিনি। পরে কারাদণ্ড বাতিল করে মামলা নিষ্পত্তির জন্য মতিউর রহমান তালুকদারকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

তিনি নিম্ন আদালতে হাজির না হয়ে উচ্চ আদালতে আপিল করে কারাদণ্ড স্থগিত করেন। অন্য দুই প্রার্থীর মনোনয়নপত্রে সঠিকভাবে তথ্য-উপাত্ত না দেয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া তিন প্রার্থী তাদের মনোনয়প্রত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করবেন বলে জানান।

মিরাজ/এএম/পিআর

আরও পড়ুন