ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ ও ৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের এমপি প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

টাঙ্গাইল-৪ (ঘাটাইল) অর্থাৎ কাদের সিদ্দিকীর আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন- আলহাজ আতোয়ার রহমান খান। তার সঙ্গে লড়াইয়ের কথা ছিল কাদের সিদ্দিকীর। কিন্তু মনোনয়ন বাতিল হয়ে আগেই পিছিয়ে পড়েন বঙ্গবীর।

এছাড়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন- অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। এ আসনে জোয়াহেরের সঙ্গে লড়াইয়ের জন্য মনোনয়ন কেনেন বঙ্গবীর। কিন্তু এখানেও পিছিয়ে পড়েন তিনি।

গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।

এএম/পিআর

আরও পড়ুন