ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাকশীতে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৯ আগস্ট ২০১৫

দৌলতপুর স্টেশনে বুধবার সকাল সাড়ে ছয়টায় একটি মালবাহী ট্রেন লুপলাইন দিয়ে ঢোকার সময় দুইটি বিসি ওয়াগনের ১২টি চাকা লাইনচ্যুত হয়। এতে লাইন ব্লক হয়ে এ রুট দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পাকশী বিভাগের সকল রুটে সকাল সাড়ে ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নয় ঘণ্টা রেল চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

এ ঘটনার পর পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মৌসিকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টায় যশোর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মালবাহী ট্রেনের দুটি বিসি ওয়াগনের ১২টি চাকা লাইনচ্যুত হয়। ফলে এসময় লাইন ব্লক হয়ে সকাল থেকে ঈশ্বরদী, খুলনা, ঢাকা, রাজশাহী, পার্বতীপুর, সান্তাহার, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জসহ পাকশী বিভাগের সকল রুটে নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ডিআরএম আফজাল হোসেনের নেতৃত্বে অন্যান্য বিভাগীয় সকল কর্মকর্তা-কর্মচারিরা ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন নিয়ে দ্রুত লাইনচ্যুত বিসি ওয়াগনগুলো উদ্ধার করে। উদ্ধার কাজ শেষে বিকেল তিনটা থেকে এ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআইপি