ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ও জিএসের কারাদণ্ড

প্রকাশিত: ১০:৫১ এএম, ১৯ আগস্ট ২০১৫

অর্থ আত্মসাতের দায়ে দুর্নীতি দমন আইনের দু’টি ধারায় বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আনোয়ারকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালাত।

একই মামলায় বিএম কলেজের সাবেক জিএস আবু জাফর সিকদার বাদলকে দুর্নীতি দমন আইনের একটি ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।  রায় ঘোষণাকালে দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন।

বিভাগীয় স্পেশাল জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) হারুন অর রশিদ মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০২ সালে বিএম কলেজের বাকসু ভবনের সংস্কারের নামে ২ লাখ টাকা উত্তোলন করা হয়।  মাত্র ১২ হাজার টাকার সংস্কারের কাজ করে বাকি ১ লাখ ৭৮ হাজার টাকা তৎকালীন অধ্যক্ষ নুরুল আনোয়ার ও জিএস আবু জাফর সিকদার বাদল আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০০৯ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয়ের উপ পরিচালক আবুল হাসান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ গাজী ২০১২ সালের ১২ ডিসেম্বর অধ্যক্ষ নুরুল আনোয়ার ও জিএস আবু জাফর সিকদার বাদলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

১১ জনের মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত দণ্ডাদেশ দেন।


সাইফ আমীন/এমএএস/এমআরআই