ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অসুস্থ সৈয়দ আশরাফের মনোনয়ন জমা দিলেন ভাই-বোনেরা

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

কিশোরগঞ্জে-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার পরিবারের সদস্যরা।

বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় থাইল্যান্ডে চিকিৎসাধীন সৈয়দ আশরাফুল ইসলামের দলীয় মনোনয়নপত্রটি কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর হাতে তুলে দেন তার আত্মীয়রা।

এ সময় তার ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড. সৈয়দ শরীফুল ইসলাম, দুই বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রুপা, চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আসমা, জেলা পরিষদের চেয়ারমান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অসুস্থ সৈয়দ আশরাফকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া ও সহযোগিতা চান তার স্বজনরা।

ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম জানাান, তিনি ও তার বোন গতকাল থাইল্যান্ডে গিয়ে মনোনয়পত্রে সৈয়দ আশরাফুর ইসলামের স্বাক্ষর নিয়েছেন। সৈয়দ আশরাফ আগের চেয়ে কিছুটা ভালো আছেন বলেও জানান তিনি। সৈয়দ আশরাফুল ইসলামের সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চান।

ashraf2

সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, আমার অসুস্থ ভাইকে এ আসনে মনোনয়ন দেয়ায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা পরিবারের লোকজন আশরাফ ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র দাখিল করলাম। এ সময় তিনি ভাইয়ের জন্য সবার সহযোগিতা চান।

এর আগে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের অপর প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ন।

তাকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মশিউর রহমান হুমায়ন বলেন, আশরাফ ভাই আমাদের কাছে একটি আবেগ-অনুভূতি নাম। তিনি সুস্থ হয়ে নির্বাচনে ফিরে আসলে আমরা তার হয়েই কাজ করবো।

এ দিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন দলের প্রার্থীরা।

দুপুরে মনোনয়নপত্র জমা দেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক। সাবেক আইজি নূর মোহাম্মদ মনোনয়নপত্র জমা দেন কটিয়াদী উপজেলা সহকারী-রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-১ আসনে সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনে খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে তার স্ত্রী রেখা আক্তারসহ অন্যান্য প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। অন্যরা প্রার্থীরাও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।

নূর মোহাম্মদ/এমএএস/এমএস