‘অপু ঠেকাও ধানের শীষ বাঁচাও’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে মিয়া নুরুদ্দীন আহম্মেদ অপুকে বিএনপির মনোনয়ন দেয়ায় বিক্ষোভ মিছিল করেছেন ডামুড্যা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যার পর ডামুড্যা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুল করিম মিয়ার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডামুড্যা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ডামুড্যা বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘মিয়া নুরুদ্দীন অপুকে মানি না মানবো না’, ‘অপু ঠেকাও ধানের শীষ বাঁচাও’ বলে স্লোগান দেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান বেপারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক আ. মজিদ মাদবর, ডামুড্যা পৌরসভা বিএনপির সভাপতি আলমগীর হোসেন মাদবর, সাধারণ সম্পাদক মাহিনুর সরদার, যুবদল নেতা আলমাছ সরকার, লাতু ভূঁইয়া, জাকারিয়া দুলাল, চুন্নু, সোহাগ বেপারী, জাসাস সভাপতি পলাশ ঢালী, ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সৈকতসহ ডামুড্যা উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, আমরা যাকে চিনি না, জানি না, দুঃসময়ে কাছে পাই না তাকে মনোনয়ন দিলে শরীয়তপুর-৩ আসনটিতে বিএনপির নিশ্চিত পরাজয় ঘটবে। তাই মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে প্রত্যাহার করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহম্মেদ আসলামকে মনোনয়ন দেয়া হোক। বুধবার বিক্ষোভ মিছিলের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
ছগির হোসেন/এফএ/পিআর