ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৮ আগস্ট ২০১৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার তেবাড়িয়া নামক স্থানে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু।

তবে তার নাম ঠিকানা জানা যায়নি। মাথায় আঘাতজনিত কারণে ওই শিশু মারা গেছে বলে জানিয়েছে ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক। এ নিয়ে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মৃ্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজনে।

এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পুঠিয়া উপজেলার তেবাড়িয়া নামক স্থানে বালুবোঝাই ট্রাকচাপায় অটোরিকশাচালক ও একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হন।

নিহত চালকের নামে বিদ্যুৎ (৩৫)। এছাড়া একই পরিবাবের নিহত পাঁচ সদস্য হলেন সুমি (৩০), বৃষ্টি (২২), পূজা (১০), রুদ্র (৬) ও আনুমানিক ২৫ বছর বয়সী এক নারী। নিহতদের সবার বাড়ি পুঠিয়া উপজেলার ডাশমারিয়া গ্রামে।

## রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

শাহরিয়ার অনতু/বিএ