ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত : আটক ৩

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৮ আগস্ট ২০১৫

কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে যুবক সোনা মিয়া (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত সোনা মিয়া উপজেলার ছোট মহেশখালীর দক্ষিণকুল এলাকার মৃত জালাল মেম্বারের ছেলে।

এ ঘটনায় স্থানীয় লাল মিয়ার ছেলে জাফর আলম (৩২) ও সাহাব মিয়ার ছেলে আবদুল গফুর (৩৪) গুলিবিদ্ধ হয়েছেন। তারা দক্ষিণকুলের বাসিন্দা। এ ঘটনায় অপরপক্ষেরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে।

আটকরা হলেন, ছোট মহেশখালীর দক্ষিণকুল এলাকার কবির আহম্মদের ছেলে হেলাল উদ্দিন (২৬), বেলাল উদ্দিন (২৮), মোস্তাক আহমদ (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী ইউনিয়নের মুদিরছড়ায় মামা-ভাগিনার ছরা নামক এলাকায় খাল দখলকে কেন্দ্র করে উম্বুনিয়াপাড়া এলাকার মুসলিম ও সোনামিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। আর এরই জের ধরে বিকেলে মুসলিমের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল সোনা মিয়াকে আক্রমণ করে।

একপর্যায়ে তারা সোনামিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সোনামিয়া পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে ঢলে পড়ে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে পৌঁছার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় জাফর ও আবদুল গফুর নামের আরো দুইজন গুলিবিদ্ধ হন।

এদিকে, হতাহতদের নিয়ে দুইপক্ষই সদর হাসপাতালে এলে উভয়পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ বাধে। একপর্যায়ে হাসপাতাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকেই ওই তিনজনকে আটক করা হয়।  

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মদ ভুইয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এআরএ/এমআরআই