ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর খুনি ক্যাপটেন মাজেদের সম্পত্তি বাজেয়াপ্ত

প্রকাশিত: ১১:৫১ এএম, ১৮ আগস্ট ২০১৫

অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ৪০ বছর পর আত্মস্বীকৃত খুনি ক্যাপটেন মাজেদুল ইসলাম মাজেদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাড়ি, ঘর, জমি, দোকান-পাটসহ তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসন।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী ও এসিল্যান্ড মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সরকারের পক্ষে হাসপাতাল রোডে কুতুবা মৌজায় মাজেদের নামে ৬৭ শতাংশ ও ভিপি জমিসহ এক একর ৩৫ শতাংশ জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। সাইনবোর্ড লেখা হয়েছে `এ জমিতে জনসাধারণের প্রবেশ নিষেধ`। এরপর থেকে দোকানদারেরা তড়িঘড়ি করে তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে।

এছাড়া তার গ্রামের বাড়ি বড়মানিকা ইউনিয়নের বাটামারা ৫নং ওয়ার্ডে বাগান, বাড়িসহ প্রায় তিন একর ১৬ শতাংশ জমি সরকার বাজেয়াপ্ত করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, সকালেই ক্যাপ্টেন মাজের শহর ও গ্রামের বাড়ি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। তিনি কানাডায় পালাতক আছেন বলেও জানান তিনি।

অমিতাভ অপু/এআরএ/আরআইপি