ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাল্যবিয়ে করতে এসে বরের জরিমানা

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৮ আগস্ট ২০১৫

বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিয়ে করতে এসে জরিমানা গুনতে হয়েছে পংকজ হালদার নামে এক বরকে। মঙ্গলবার তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দের আদালত বরকে ২ হাজার টাকা জরিমানা করেন।

থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ী গ্রামের সুনীল হালদারের ছেলে পংকজ হালদার (২৩) এর সঙ্গে পাশ্ববর্তী বাকাল গ্রামের মৃত জগদীশ বাড়ৈর অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে গৌরী বাড়ৈর (১৩) পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান মেয়ের বাড়ির বিয়ে আসরে হাজির হয়ে বর পংকজকে আটক করে থানায় নিয়ে রাখে। মঙ্গলবার আটক পংকজকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দের আদালত বরকে ২ হাজার টাকা জরিমানা করে বাল্যবিয়ে করবে না মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেন।

এসএস/আরআইপি