ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৮ আগস্ট ২০১৫

দিনাজপুরে বালুবাহী ট্রাক্টরের চাপায় রাফিউল ইসলাম শাহেল (৬) নামে এক স্কুলছাত্র এবং সিলেট নগরের সুরমা মার্কেট এলাকায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২ টায় এবং ভোররাত ৩টার দিকে এ সকল দুর্ঘটনা ঘটে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বলা হয়-

দিনাজপুর: মঙ্গলবার দুপুর ২টার দিকে দিনাজপুর শহরের কাঞ্চন কলোনি মাজার মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেল শহরের চাউলিয়া পট্টি এলাকার মো. মিজানুর রহমানের ছেলে এবং রয়েল রেসিডেন্সিয়াল স্কুলের ১ম শ্রেণির ছাত্র।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফতাব হোসেন জানান, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শাহেল কাঞ্চন কলোনি মাজার মোড় এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্ট্ররসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

সিলেট : মঙ্গলবার ভোররাত ৩টার দিকে সিলেট নগরের সুরমা মার্কেট এলাকায় ট্রাকচাপায় সাহেদ মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সাহেদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রণিনগর গ্রামের মাহের আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন। হেলপার নিয়ন্ত্রণ হারালে ট্রাকচাপায় সাহেদ মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জনতার সহযোগিতায় ট্রাকের হেলপার কবীর আহমদকে (২০) আটক করা হয়েছে। সে গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গাইল গ্রামের আজমত আলীর ছেলে।

এসএমপির বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় হেলপার কবীর ট্রাক চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সে পথচারী সাহেদকে চাপা দিলে তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ ও চালক কবিরকে আটক করেছে পুলিশ।

এমদাদুল হক মিলন/ছামির মাহমুদ/এসএস/এমআরআই