এমপির হাতে প্রকৌশলী লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন
কক্সবাজারের উখিয়ায় সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির হাতে এলজিইডির উপজেলা প্রকৌশলী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন বিভাগের প্রকৌশলীরা।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
এসময় বক্তৃতা করেন, কিশোরগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী গোলাম মাওলা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন আকন্দ।
বক্তারা বলেন, নির্দেশ মতো অনৈতিক কাজ না করায় সাংসদ আব্দুর রহমান বদির হাতে লাঞ্ছিত হন এলজিইডির উখিয়া উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজ। অবিলম্বে বদির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।
নূর মোহাম্মদ/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ