ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে নকল ঘি কারখানার সন্ধান, আটক ২

প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৮ আগস্ট ২০১৫

ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোলচত্বর এলাকায় সোমবার গভীর রাতে র‌্যাব-১২ অভিযান চালিয়ে নকল ঘি তৈরির দায়ে দুইজনকে আটক করেছে। এ সময় জরিমানা ও জব্দকৃত নকল ঘি ধ্বংস করা হয়েছে।

আটকরা হলেন, নতুনহাট গোলচত্বর এলাকার আজিজুর রহমানের ছেলে কারখানার মালিক হাবিবুর রহমান হাবু (৪৫) ও কারখানার কারিগর ব্রাহ্মণবাড়িয়ার কালীদাসপুর এলাকার তারু মিঞার ছেলে খাদেম আলী (৪০)।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানবদেহের জন্য ক্ষতিকর রং, ভেজাল সস, ভিনেগার, আটা, ফ্লেভারসহ নানা প্রকার রাসায়নিক দ্রব্য দিয়ে প্রতিষ্ঠানটিতে ভেজাল ঘি তৈরি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন।

এ সময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের ভ্রাম্যমাণ আদালত আটকদের প্রত্যেককে এক লাখ টাকা ও অনাদায়ে তিন মাসের জেলসহ দুইজনকে দুই লাখ টাকা জরিমানা করেন। এছাড়া কারাখানাটি সিলগালা করে দেয়া হয়। এ সময় কারখানা থেকে জব্দ করা ৫৮৮ পিস ভেজাল ঘি ও ৫৮৮ পিস বাটারওয়েল ছাড়াও ঈশ্বরদীর করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে ৪৯ কার্টুন নকল ঘি জব্দ করে পুঁড়িয়ে ফেলা হয়।

কারখানার কারিগর জানান, তারা ভেজাল ঘি তৈরি করতো পামওয়েল, রং ও ফ্লেভার মিশিয়ে ও সচ তৈরি হতো আটা, রং ও ফ্লেভার মিশিয়ে।

আলাউদ্দিন আহমেদ/এসএস/আরআইপি