ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব শুরু

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৫ নভেম্বর ২০১৮

নবান্ন উৎসবের আনন্দ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রাণ চিনিগুড়া চাল’ নবান্ন উৎসব।

বৃহস্পতিবার সকালে শহরের বড় ময়দানে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বজলুর রশিদ।

PRAN-Chinigura-Nobanno

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গ মিলারস লিমিটেডের প্রধান কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ ও ক্যাটাগরি ম্যানেজার মুস্তাফিজুর রহমান।

নবান্ন উৎসবে বিভিন্ন ধরনের পিঠা ও প্রাণের উৎপাদিত নানা পণ্য নিয়ে ২০টি স্টল সাজানো হয়েছে। এ উৎসবে রয়েছে বাংলার গান ও নৃত্য, গ্রামীণ খেলা, কৌতুক, নাটকসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা প্রদর্শনী।

PRAN-Chinigura-Nobanno

এছাড়া হাডুডু খেলা, বৌছি, বিস্কুট দৌড়, ফ্যাশন শো, গুপ্তধন উদ্ধার এবং পাতিল ভাঙাসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ উৎসব। উৎসবে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পীরা।

পাশাপাশি ‘প্রাণ চিনিগুড়া চাল’ নবান্ন উৎসব নিয়ে বাংলাদেশ টেলিভিশনে ‘কৃষকের নবান্ন উৎসব’ শীর্ষক একটি অনুষ্ঠান প্রচার করা হবে। অনুষ্ঠানটির পরিকল্পনায় ও উপস্থাপনায় রয়েছেন রফিক রাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গ মিলারস লিমিটেডের প্রধান কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ বলেন, কালের বিবর্তনে আমাদের সংস্কৃতি থেকে অনেক ঐতিহ্যবাহী উৎসব হারিয়ে যাচ্ছে। নবান্ন উৎসবের মতো এমন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসবকে শহরের মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে আমরা কয়েক বছর ধরে রাজধানী ঢাকায় নবান্ন উৎসবের আয়োজন করে আসছি।

PRAN-Chinigura-Nobanno

তিনি বলেন, ‌‍‘প্রাণ চিনিগুড়া চাল’ বর্তমানে ১০০টির বেশি দেশে রফতানি হয়। এক্ষেত্রে দিনাজপুরের কৃষকের অবদান অনস্বীকার্য। কিন্তু তারা নবান্ন উৎসব থেকে বঞ্চিত হয়। নবান্ন উৎসব কৃষকদের সঙ্গে উদযাপন করার জন্যই আমাদের এই আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুল আলম এবং বঙ্গ মিলারস লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মুস্তাফিজুর রহমান প্রমুখ।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

আরও পড়ুন