ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিবরিয়া হত্যা : সপ্তম দফা পেছালো চার্জ গঠনের তারিখ

প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৮ আগস্ট ২০১৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠনের তারিখ আরেক দফায় পেছানো হয়েছে। মামলার চার্জ গঠনের পরবর্তী তারিখ আগামী ২৫ আগস্ট ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কারাগারে আটক ১৪ আসামির মধ্যে ১৩জনকে আদালতে হাজির করা হয়। তবে বরাবরের মতো সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার কারণে আদালতে হাজির করা হয়নি।

আরিফ অনুপস্থিত থাকায় মঙ্গলবারও চার্জ গঠন হয়নি। সপ্তমবারের মতো পিছিয়ে দেয়া হয় চার্জ গঠনের তারিখ। ফলে আসামিদের অসুস্থতায় ঘুরপাক খাচ্ছে মামলার কার্যক্রম।

সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি আসার পর সপ্তম দফা শুনানি হলেও একদিনও মেয়র আরিফকে আদালতে হাজির করা হয়নি। বরাবরই আরিফ অসুস্থ আছেন বলে জানানো হয়।

এ নিয়ে ৭ দফা চার্জ গঠনের তারিখ পেছালো। এর আগে ২১ জুন, ৬, ১৪, ২৩ জুলাই, ৩ ও ১০ আগস্ট এবং সবশেষ মঙ্গলবার আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হলো।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বহুল আলোচিত এ মামলার শুনানি শুরু হয়। শুনানি চলাকালে চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শীর্ষ জঙ্গী নেতা মুফতি হান্নান, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গৌছসহ কারাগারে আটক ১৪ জন আসামির ১৩ জনই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সরকার পক্ষে মামলার আইনজীবী সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জাগো নিউজকে জানান, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পূর্ব নির্ধারিত চার্জ গঠনের তারিখ ছিল মঙ্গলাবার। কিন্তু মামলার অন্যতম আসামি আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার জন্য আদালতে হাজির না করায় চার্জ গঠন হয়নি। এজন্য বিচারক ২৫ আগস্ট চার্জ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

আসামি পক্ষে মামলা শুনানি করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল খালিক ও অ্যাডভোকেট আমিনুর রহমান।
    
ছামির মাহমুদ/এসএস/পিআর