ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মাজেদের সম্পত্তি ক্রোক

প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১৮ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধু হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন মাজেদুল ইসলাম মাজেদের ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসপাতাল সড়কে অবস্থিত এক একর ৩৫ শতাংশ জমি, বাড়ি-ঘর, দোকানপাটসহ সকল মালামাল ক্রোক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার উচ্চ আদালতের নির্দেশে এ সম্পত্তি ক্রোক করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. সেলিম রেজা।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টায় বোরহানউদ্দিন উপজেলার এসিল্যান্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন এবং ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরীর নেতৃত্বে একটি দল সরকারের পক্ষে এ সম্পত্তি উল্লেখ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এরপর থেকে এ সম্পত্তিতে দোকান করে যে সকল ব্যবসায়ীরা এতো দিন ব্যবসা করছিলেন তারা মালামাল সরিয়ে নিতে থাকেন।

উল্লেখ্য, ক্যাপ্টেন মাজেদ বর্তমানে কানাডায় পলাতক রয়েছেন।

অমিতাভ অপু/এসএস/পিআর