ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাট সদর আসনে শেখ তন্ময়কে চান আ.লীগ নেতারা

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৪ নভেম্বর ২০১৮

বাগেরহাটে মঙ্গলবার বিশাল এক যুব সমাবেশে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা আসন্ন নির্বাচনে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে প্রার্থী পরিবর্তনের জন্য দলীয় সভানেত্রীর কাছে দাবি জানিয়েছেন। বিগত ১০ বছরে খোদ শাসকদলের নেতাকর্মীরা ভালো ছিলেন না জানিয়ে এবারের নির্বাচনে এ আসনে বঙ্গবন্ধুর ভাতিজা এমপি শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়কে প্রার্থী ঘোষণার দাবি জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজাজামান টুকু।

একই সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, বাগেরহাট সদর আসনে শেখ তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী করা না হলে বাগেরহাট অচল করে দেয়া হবে।

প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে হযরত খানজাহান আলী দরগা মাঠে বাগেরহাট জেলা যুবলীগ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি সরদার নাসির উদ্দিন। জনসমুদ্রে রূপ নেয়া এই যুব সমাবেশে শেখ সারহান নাসের তন্ময় আসন্ন সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে কাজ করার নির্দেশ দেন।

যুবসমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সফিক, আওয়ামী লীগ নেতা শেখ বশিরুল ইসলাম, শেখ আকতারুজ্জামান বাচ্চু, মাহফুজুর রহমান, যুবলীগ নেতা হুমাউন কবির পলি, তাতী লীগের তালুকদার এ. বাকী, মীর জায়েসী আশারাফী জেমস, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশানসহ প্রমুখ।

শওকত আলী বাবু/এফএ/আরআইপি

আরও পড়ুন