ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৮ আগস্ট ২০১৫

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূইয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেলে তার বরখাস্তের চিঠি মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায়।

ইউনিয়ন পরিষদের সচিব আনিসুজ্জামান জাগো নিউজকে জানান, লোকাল গভর্নমেন্ট সাফট প্রজেক্টের (এলজিএসপি) ১১ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ থেকে চেয়ারম্যান কামাল হোসেন বিভিন্ন সামাজিক কাজ দেখিয়ে ছয় লাখ ৩১ হাজার টাকা তুলে আত্মসাৎ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের ঘটনাটির সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি আরো জানান, আত্মসাৎ করা টাকার মধ্যে ইতোমধ্যে তিনি তিন লাখ ৮২ হাজার টাকা ফেরতও দিয়েছেন।
এছাড়াও চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে ভিজিএফ এর চাল আত্মসাত, সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তার বরখাস্তের খবর মুহূর্তের মধ্যে লক্ষণপুর ইউনিয়নে ছড়িয়ে পড়লে এলাকার নির্যাতিত সাধারণ মানুষ আনন্দ-উল্লাস করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

মো. জামাল হোসেন/এমজেড/পিআর