ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাট সীমান্তে যুবক গুলিবিব্ধ

প্রকাশিত: ০৫:২৮ এএম, ১৮ আগস্ট ২০১৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে বিজিবি সদস্যদের লক্ষ্য করে মিলন হোসেন (২৪) নামে এক চোরাকারবারী তিন রাউন্ড গুলি বর্ষণ করেন। এ ঘটনায় সুমন মিয়া (৩০) নামের এক যুবক গুলিবিব্ধ হন। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

সন্ত্রাসী মিলনের ছোড়া গুলি ভ্রষ্ট হয়ে সুমন মিয়ার পায়ে বিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করান। আহত সুমন চেঁচড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

আহত সুমন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত ঘেঁষা চেঁচরা গ্রামের তোরাব আলীর ছেলে চোরাকারবারী মিলন পার্শ্ববর্তী ভারতের একটি গ্রামে বিয়ে করেন। এ অবস্থায় বিনা পাসপোর্ট-ভিসায় তিনি দুই দেশের মধ্যে গোপনে যাতায়াত করে আসছেন। এরই মধ্যে তিনি অস্ত্র, মাদকসহ বিভিন্ন অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন।
 
এ নিয়ে বিজিবি সদস্যরা তাকে আটকের উদ্দেশ্যে ধাওয়া করলে মিলন বাংলাদেশ সীমানা থেকে দৌড়ে ভারত সীমানার মধ্যে প্রবেশ করেন এবং বিজিবি সদস্যদের লক্ষ্য করে পিস্তল বা রিভালবার দিয়ে পরপর তিন রাউন্ড গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে সুমনের পায়ে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জাগো নিউজকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিলনকে গ্রেফতারে পুলিশ সচেষ্ট আছে। তবে তিনি কখনো বাংলাদেশে আবার কখনো ভারতে অবস্থান করায় তার অবস্থান সম্পর্কে জানা কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 
এমজেড/পিআর