ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রিট্রিট সেরিমনি পরিদর্শনে মার্কিন সেনা কর্মকর্তারা

প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৭ আগস্ট ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের তিন সদস্যের একটি সেনা কর্মকর্তার দল সোমবার বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘রিট্রিট সেরিমনি’ পরিদর্শন করেছেন।

বিজিবি এবং বিএসএফ প্রতিদিন বিকেলে বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে একই সঙ্গে দু`দেশের জাতীয় পতাকা নামানোর সময় প্যারেড প্রদর্শন করে থাকে। ‘রিট্রিট সেরিমনি’র এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে সূদুর আমেরিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছেন মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন মথিউ, সার্জেন্ট ব্রেসি ও সার্জেন্ট ওয়াসি।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর লিয়াকত আলী এ সময় উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল বারজেন্দার সিংসহ অন্যান্য কর্মকর্তারা। আমেরিকার সেনা কর্মকর্তারা বিজিবি এবং বিএসএফের যৌথ প্যারেড ও পতাকা নামানোর অনুষ্ঠান ‘রিট্রিট সেরিমনি’ উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন।

বিজিবি পক্ষে প্যারেডের নেতৃত্ব দেন চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম। এ সময় বিপুল সংখ্যক দর্শনার্থীও ‘রিট্রিট সেরিমনি’ অনুষ্ঠান উপভোগ করেন।

জামাল হোসেন/বিএ