কক্সবাজারে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার
কক্সবাজার জেলার পেকুয়া থেকে দীর্ঘ আড়াই মাস আগে অপহৃত নাইমুল হাসান নামে এক শিশুকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- মো. সোহেল (৩০) ও মো. পারভেজ (২২)।
অপহৃত শিশু নাইমুল হাসান কক্সবাজার জেলার পেকুয়া এলাকার আবদুল হাই এর ছেলে।
র্যাব-৭ এর মেজর মো. রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি কক্ষ থেকে শিশু নাইমুল হাসানকে উদ্ধার করা হয়েছে। পেকুয়া থেকে তাকে অপহরণ করে সোহেল ও পারভেজ। এরপর তাকে এ কলোনির একটি কক্ষে আটকে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব শিশুটিকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে।
আবু আজাদ/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ২ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৩ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৪ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
- ৫ বুয়েটছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে