কোনো অপশক্তিই নৌকার গতি রোধ করতে পারবে না : আব্দুর রহমান
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি বলেছেন, কোনো অপশক্তিই নৌকার গতি রোধ করতে পারবে না। গতকাল রোববার বোয়ালমারী পৌর শহরের বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় স্থানীয় এমপি আব্দুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতির মামলায় সাজা হওয়ায় নির্বাচনে তারা অযোগ্য হয়েছেন। সংলাপকে ঐক্যফ্রন্টের অধিকাংশ নেতাই ফলপ্রসূ মনে করলেও শুধু বিএনপিই সংলাপে অসন্তুষ্ট। ঐক্যফ্রন্টের সঙ্গে সাধারণ জনগণের সম্পৃক্ততা নেই। জাতীয় ঐক্যের নামে পানি ঘোলা করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে দেশ, নির্বাচনী উৎসবে মেতে উঠেছে বাংলার মানুষ। মানুষের আবেগ আর উচ্ছ্বাসের নির্বাচনকে ভণ্ডুল করবার চেষ্টা করলে জনগণই ব্যালটের মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দেবে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুলের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি খসরুজ্জামান দুলু, ডা. জলিল, আলফাডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার, মধুখালী আ.লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক (সাবেক) আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ ইলিয়াস, যুবলীগের আহ্বায়ক, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, শহর যুবলীগের আহ্বায়ক মো. আহাদুল করিম, চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, এসএম মিজানুর রহমান, মো. আজিজার মোল্যা, নুরুল আলম মিনা মুকুল, মোশাররফ হোসেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. রাজ্জাক মোল্যা, রশিদ মোল্যা, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম প্রমুখ।
এইউএ/এমএএস/এমএস