নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২ নভেম্বর রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামে পশর আলী (৫৫) পারিবারিক কলহের কারণে ছয় সন্তানের জননী স্ত্রী হালিমা খাতুনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত হালিমার ছেলে মতি মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় বাবার বিরুদ্ধে মাকে খুনের দায়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযুক্ত আসামি পশর আলীকে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মামলাটি আসামি পক্ষে পরিচালনা করেন সমীর কান্তি সরকার এবং রাষ্টপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি মো. আজম খান ।
কামাল হোসাইন/এমজেড/পিআর