ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষককে মারধর করলেন ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৪ নভেম্বর ২০১৮

পিরোজপুরের নাজিরপুরে এক স্কুল শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছেন দেউলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউল্লাহ।

লাঞ্ছনার শিকার মো. আইজউদ্দিন রানা উপজেলার ৩২ নম্বর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি জানান, শনিবার সকালে উপজেলার গাওখালী থেকে ট্রলারযোগে স্কুলে যাচ্ছিলেন। ওই ট্রলারে ইউপি চেয়ারম্যানও ছিলেন। কিন্তু খালে প্রচুর কচুরীপানা থাকায় ট্রলার যেতে অনেক বিলম্ব হয়। বিলম্বে কেন স্কুলে যাচ্ছি চেয়ারম্যান জানতে চাইলে আমি তাকে বলছিলাম সঠিক সময়ে বাড়ি থেকে বের হয়েছি কিন্তু কচুরিপানার কারণে বিলম্ব হয়েছে। কিন্তু এ কথা বলার পরও চেয়ারম্যান লোকজনের সামনেই আমাকে মারধর শুরু করেন।

তিনি আরো বলেন, গত ইউপি নির্বাচনে তার পক্ষে কাজ না করে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করায় তিনি আমার ওপর ক্ষিপ্ত ছিলেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ওয়ালিউল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই শিক্ষক সম্পর্কে আমার ভাতিজা হয়। আমি তার কাছে জানতে চাই এত বিলম্বে স্কুলে যাও কেন। তখন আমার ওপরে ক্ষিপ্ত হয়ে খারাপ কথা বলতে শুরু করে। তখন আমি তাকে একটা ধাক্কা দিয়েছি।

তিনি বলেন, ওই শিক্ষক প্রায়ই স্কুলে যায় না এমন অভিযোগ রয়েছে আমার কাছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার মো. আতিকুর রহমান জুয়েল বলেন, এ ঘটনায় আমি এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাসান মামুন/এফএ/এমএস

আরও পড়ুন