খুঁটি আছে বিদ্যুৎ নেই
নড়াইলে তিনটি গ্রামে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার নাম করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো), নড়াইল এর দুই সিবিএ নেতার বিরুদ্ধে বৈদ্যুতিক খুঁটি বাণিজ্যের অভিযোগ উঠেছে।
এলাকাবাসির অভিযোগ ওজোপাডিকোর ওই দুই সিবিএ নেতা বৈদ্যুতিক খুঁটি, তার, আনুষঙ্গিক খরচ ও সংযোগ বাবদ চার লাখ টাকা হাতিয়ে নিলেও বিদ্যুৎ সংযোগ দেননি। এদিকে ওজোপাডিকোর ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানার পর একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে।
নড়াইলের শহরতলি নুনীক্ষীর গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি সাহেব আলী মীর, সমিতির সদস্য সুজিত বিশ্বাস জাগো নিউজকে জানান, গত ১০ মাস পূর্বে নড়াইল পৌর এলাকার দক্ষিণ নড়াইলের একাংশ, পার্শ্ববর্তী মুলিয়া ইউনিয়নের নুনীক্ষীর ও সাতঘোরিয়া গ্রামের আড়াই কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য ওজোপাডিকো নড়াইল এর নির্বাহী প্রকৌশলী বরাবর দরখাস্ত করা হয়। নড়াইলের তৎকালিন নির্বাহী প্রকৌশলী ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীকে (প্রকল্প) কাজটি করিয়ে দেওয়ার জন্য সুপারিশ করেন।
এসময় ওজোপাডিকোর নড়াইল অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারি (ইউডিএ) সরকার সমর্থিত বিদ্যুৎ শ্রমিক লীগ (রেজি. নম্বর বি-২১৩৫) নড়াইল জেলা শাখার সভাপতি মো. তৈহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক অফিসের এমএলএসএস লাইবুর রহমান সাইদুর সাত মাস আগে দুই দফায় ওই এলাকায় ১৫টি বৈদ্যুিতক খুঁটি স্থাপন করে। এজন্য খরচ বাবদ তাদের কিছু টাকাও দেওয়া হয়েছে। তবে নুনীক্ষীর গ্রাম উন্নয়ন সমিতির নেতা অংশুপতি সিকদার জাগো নিউজকে জানান, তিন গ্রামের আনুমানিক ৭০টি পরিবার এ বিদ্যুৎ সংযোগের জন্য সার্বিক খরচসহ চার লাখ টাকার মতো সিবিএ নেতা তৈহিদুজ্জামান ও লাইবুরকে দিয়েছেন।
জানা গেছে, অফিসের স্টোর কিপারের সঙ্গে যোগসাজসে বিভিন্ন প্রকল্প থেকে বেঁচে যাওয়া খুঁটি ওই সড়কে পোতা হয়। এর কয়েক দিন পর বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য রাতের আঁধারে এক লাখ ২০ হাজার টাকার সার্ভিস তার খুঁটির স্থলে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জাগো নিউজকে জানায়, অবৈধ সংযোগের এ বিষয়টি ওজোপাডিকোর খুলনার প্রধান প্রকৌশলী আবুল বাসার গোপন সূত্রে জানতে পেরে নড়াইল ওজোপাডিকোর বর্তমান নির্বাহী প্রকৌশলী রজব আলী বিশ্বাসকে জানান।
তিনি যশোর ওজোপাডিকো এর তত্বাবধায়ক প্রকৌশলী মো. ইখতিয়ার উদ্দিনকে (পরিচালন ও সংরক্ষণ সার্কেল) অবহিত করেন। পরে এ ঘটনায় ওজোপাডিকো, যশোরের উপ বিভাগীয় প্রকৌশলী সায়েদ আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির সদস্য ওজোপাডিকো, নড়াইলের উপ-বিভাগীয় প্রকৌশলী বদরুল আলম জানান, গত ৪ আগস্ট ঘটনাস্থলে গিয়ে তদন্তের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এখনও রিপোর্ট দেওয়া হয় নি।
বিদ্যুৎ শ্রমিক লীগ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক লাইবুর রহমান সাইদুর বিদ্যুৎ সংযোগের বিষয়ে তাদের সংশ্লিষ্টতা ও অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে নড়াইল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর বর্তমান নির্বাহী প্রকৌশলী রজব আলী বিশ্বাস জাগো নিউজকে বলেন, অফিসের অনুমতি না নিয়ে প্রকল্প ছাড়াই বিদ্যুৎ সংযোগের চেষ্টা অপরাধের শামিল। তদন্ত কমিটি গঠন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজুল নিলু/এমজেড/পিআর