ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১৭ আগস্ট ২০১৫

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে দেড় কোটি টাকার ইয়াবাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নেে ধেছুয়া পালং এলাকার নজুমিয়ার ছেলে শফিউল আলম (৩২) ও ঢাকার সাভার উপজেলার গৌরিনাথপুরের পরিমল রায়ের স্ত্রী শিখা রানী (৪০)। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়।

কক্সবাজার ১৭ বিজিবির কমান্ডার লে. কর্নেল রবিউল ইসলাম জাগো নিউজকে জানান, মরিচ্যা যৌথ চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার মোল্লা ফেরদৌস আলমের নেতৃত্বে টেকনাফ হতে কক্সবাজারগামী অ্যাম্বুলেন্স (চট্টমেট্টো-ছ-৭১-০২৬২) তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় অ্যাম্বুলেন্সে থাকা দুজনকে আটক ও গাড়িটি জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ইয়াবাসহ আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর