মেহেরপুরে উপজেলা চেয়ারম্যান আটক
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজনসহ বিএনপির তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে তাদেরকে আটক করা হয়। নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
আটক মারুফ আহম্মেদ বিজন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের ছোট ভাই।
ডিবি পরিদর্শক জুলফিকার আলী জানান, গতরাতে ডিবির একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় শহরের পৃথক তিনটি স্থান থেকে বিএনপির সক্রিয় দুই কর্মীসহ বিজনকে আটক করা হয়।
ডিবি পরিদর্শক আরও জানান, গেল সপ্তাহে সদর উপজেলার আলমপুর গ্রামে নাশকতার বৈঠক থেকে ৫ জনকে আটক করা হয়। ওই ঘটনায় ডিবির এক সদস্য বাদী হয়ে সদর থানায় মামলা করেন। ওই মামলার পলাতক আসামি হিসেবে বিজনসহ তিনজনকে আটক করা হয়েছে। সদর থানার মামলার আসামি হিসেবে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
তবে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ জানান, তাদের নামে কোনো মামলা নেই। রাজনৈতিক কারণে আটক করা হয়েছে।
আসিফ ইকবাল/এফএ/পিআর