ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিবারের জন্য ঘুরে দাঁড়াতে চান চামেলি

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১২:৩৮ এএম, ৩০ অক্টোবর ২০১৮

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার চামেলি খাতুন (২৭)। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। ক্রিকেটার হয়ে মাঠ কাঁপিয়েছেন, কাঁপন ধরিয়েছেন বিরোধী শিবিরে। এখন তিনিই পরাস্ত ইঞ্জুরিতে।

গত ২০ দিন ধরে শরীরের নিচের অংশ ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে তার। অর্থাভাবে উন্নত চিকিৎসাও করাতে পারছেন না। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। চিকিৎসা এবং পরিবার চালানো লড়াকু এই নারীর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

চামেলি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার রুস্তম আলী ও মনোয়ারা বেগমের মেয়ে। ছয় বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট চামেলি। বৃদ্ধ বাবা-মা ছাড়াও স্বামী পরিত্যক্তা বোনকে নিয়ে সংসার তার। খেলা আর সংসার চালাতে গিয়ে নিজের ঘর বাঁধার সময় মেলেনি।

চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় একরকম ঘরবন্দি হয়ে রয়েছেন চামেলি। এ নিয়ে কথা হয় তার সঙ্গে। তিনি জানান, ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য ছিলেন।

তুখোড় এই অলরাউন্ডার ব্যাট হাতে নামতেন তিনে। মিডিয়াম পেসার হিসেবে জ্বলে উঠতেন দলের প্রয়োজনে। এর বাইরে ঢাকা বিভাগে খেলেছেন টানা। দুই মৌসুম শেখ জামালের ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে টেনে নিয়ে গেছেন দলকে।

নৈপুণ্য দেখিয়েছেন জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস ও ফুটবলেও। কিন্তু বছর আটেক আগের ইঞ্জুরি তার ক্রিকেট ক্যারিয়ার ফেলেছে হুমকিতে। থেমে গেছে ক্রিকেটের আয়ে চলে সংসারের চাকা।

চামেলি জানান, অন ডে স্ট্যাটাস সামনে রেখে দলের প্রস্তুতি চলছিল। ফিল্ডিং প্রশিক্ষণ চলাকালীন পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে আবাহনী ক্রীড়া চক্র মাঠে প্রশিক্ষণে গিয়েও আরেক দফা আঘাত পান। কিন্তু কখনোই যথাযথ চিকিৎসা নেননি। এই ইঞ্জুরি তার ক্রিকেট ক্যারিয়ার খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে চামেলি জানান, তার বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এছাড়া মেরুদণ্ডেও ব্যথা। ধীরে ধীরে শরীরের নিচের অংশ অবশ হয়ে যাচ্ছে। পরিবারের হাল ধরতে গিয়ে নিজের চিকিৎসা করাতে পারেননি তিনি।

চামেলি আনসার বাহিনীর সদস্য। কর্মস্থলেই অসুস্থ হয়ে শয্যাশয়ী। মাঝে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরীক্ষায় সেখানেই ধরা পড়ে এই অসুস্থতা। দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আর তাতে খরচ হবে ১০ লক্ষাধিক টাকা। অর্থাভাবে চিকিৎসার পথে এগুতে পারেননি চামেলি।

তিনি জানান, এরই মধ্যে আনসার থেকে তাকে চিকিৎসাজনিত ছুটি দেয়া হয়েছে। সহায়তার হাত বাড়িয়েছেন বাহিনীর সদস্যরা। কিন্তু এই সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিসিবিকে বিষয়টি জানিয়েছেন। তারা সাড়াও দিয়েছেন।

পরিবারের জন্য উঠে দাঁড়াতে চান চামেলি। আর এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন। আসুন, মানবিক হই। চামেলির সহায়তায় এগিয়ে আসি।

ক্রিকেটার চামেলি খাতুনকে সহায়তা পাঠান
সঞ্চয়ী হিসাব নম্বর- ০০১০২২২৪৫৩৬, জনতা ব্যাংক, লক্ষ্মীপুর শাখা, রাজশাহী। সাহায্য পাঠাতে পারেন ০১৭১২ ৪১৫৩৮৮ এই বিকাশ নম্বরে।

বিএ

আরও পড়ুন