ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইলে কথা বলতে বলতে নিচে পড়ে গেলেন কিশোর চন্দ্র

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

নোয়খালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে কিশোর চন্দ্র মজুমদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর চন্দ্র মজুমদার একই উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের নিত্যলাল মজুমদারের ছেলে। তিনি তিন বছর যাবৎ সুবর্ণচর উপজেলা পল্লী উন্নয়ন অফিসে হিসাবরক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কিশোর চন্দ্র মজুমদার ভবনের চার তলায় বারান্দার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলছিলেন। এসময় হঠাৎ নিচে পড়ে যান তিনি।

এ ঘটনায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুু ওয়াদুদ জানান, উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিজয় ফুল অনুষ্ঠানের প্রতিযোগিতা চলছিল। হঠাৎ খবর পেলাম পল্লী উন্নয়ন অফিসের হিসাবরক্ষক ছাদ থেকে নিচে পড়ে গেছেন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানা যাবে।

মিজানুর রহমান/এমএএস/এমএস

আরও পড়ুন