নারী নির্যাতনের মামলায় শ্রীঘরে ইউপি সদস্য
নারী নির্যাতনের মামলায় রাজশাহীর তানোরে ইউনিয়ন পরিষদ সদস্য হাসান আলীকে (৫১) কারাগারে পাঠানো হয়েছে। হাসান আলী ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
সোমবার দুপুরে তানোর থানা পুলিশ তাকে আদালতে নেয়। পরে আদালত তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার বিকেলে নিজ বাড়ি চান্দুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। তার নামে থানায় আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় আগেও কয়েকবার গ্রেফতার হয়েছিলেন হাসান আলী।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ