ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিচয় মিলেছে কুষ্টিয়ায় গুলিবর্ষণকারী সেই যুবকের

প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৬ আগস্ট ২০১৫

কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসের র‍্যালি শেষে দুই পক্ষের সংঘর্ষের সময় ভিডিও ফুটেজে যে ব্যক্তিকে শটগানের গুলি ছুড়তে দেখা গেছে তার পরিচয় জানা গেছে। গুলিবর্ষণকারী ওই যুবকের নাম আনিসুর রহমান। তিনি পুলিশের চাকরিচ্যুত এএসআই। ঢাকার একটি থানায় কর্মরত থাকাকালে থানার ফেনসিডিল আত্মসাতের দায়ে তিনি চাকরিচ্যুত হন। এছাড়া তিনি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের সম্পর্কে বেয়াই হন। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, দায়িত্বে অবহেলার কারণে রোববার সকালে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেককে প্রত্যাহার করে খুলনা রেঞ্জ অফিসে নেওয়া হয়েছে। এছাড়া নিহত সবুজের বড় ভাই আরিফ হোসেন বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। মামলা নং-২০।

পুলিশ সূত্র জানায়, শনিবার শহরের মজমপুর বাসস্ট্যান্ড এলাকায় যে শট গান হাতে নিয়ে গুলি ছুড়েছে সে অস্ত্রটি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের।

অপরদিকে, রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরাম উল হাবিব। তিনি প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার বিবরণ জানতে চাইলেও কেউ মুখ খুলেন নি।

তবে সাংবাদিকরা ঘটনার সময় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন, পুলিশের হাতে ক্লু রয়েছে। অতি দ্রুত ঘটনার রহস্য উদঘাটন হবে। এছাড়া পুলিশের কোন গাফলতি ছিল কিনা এ বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।


আল-মামুন সাগর/এএইচ/এমআরআই