জনসংহতির ৮ কর্মী আটক
বান্দরবানের রুমা উপজেলার বড় থলি পাড়া থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ৮ কর্মীকে আটক করেছে সেনবাহিনী।
আটকরা হলেন, অরুণ বিকাশ চাকমার ছেলে উত্তম চাকমা (২৬), অমিত চন্দ্র তঞ্চঙ্গ্যার ছেলে বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা (৪৬), বাবুল চন্দ্র তঞ্চঙ্গ্যার ছেলে ছবির চন্দ্র তঞ্চঙ্গ্যা (৩৪), মৃত রায়মোহন চাকমার ছেলে বিনিময় চাকমা (৩৫), মৃত অবিনাশ চাকমার ছেলে শুভময় চাকমা (৩৫), চন্দ্র লাল দেওয়ানের ছেলে কৃপায়ণ দেওয়ান (৩০), বিনয়কুমার চাকমার ছেলে জ্যোতিময় চাকমা (৩৮), পুরিত চাকমার ছেলে চন্দ্রলাল চাকমা (৩২)। এরা সবাই রাঙামাটি জেলার বিলাইছড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার বিকেলে সেনাসদস্যরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রুমা উপজেলার বড় থলি পাড়ার সেনা ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় ওই আট সদস্যর কাছে ক্যাম্প কমান্ডার পরিচয় জানতে চায়। পরে তারা পরিচয় না দিয়ে ক্যাম্প কমান্ডারের সাথে এক পর্যায়ে তর্কে জড়ায়। সন্দেহজনক মনে করে সেনা সদস্যরা তাদের আটক করে। পরে তাদের কাছ থাকা জেএসএস এর সদস্য ফরমের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম নিয়ে জেএসএস লেখা কিছু বই উদ্ধার করেন সেনাসদস্যরা।
রুমা থানার এসআই তরুণ কান্তি দে জানান, সেনা সদস্যরা বিকেলে জেএসএস এর ৮ কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের প্রত্যকের বাড়ি রাঙামাটি জেলায়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সৈকত দাশ/এমএএস/এমআরআই