ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজি মামলা

সাভার (ঢাকা) | প্রকাশিত: ১০:০৩ এএম, ২০ অক্টোবর ২০১৮

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানায় আবারও মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে হাসান ইমাম নামে ভুক্তভোগী জমির মালিকের অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে পুলিশ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আশুলিয়া থানার পাথালিয়া মৌজায় গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি জমি দীর্ঘদিন যাবৎ দখলের চেষ্টা করছে ডা. জাফরুল্লাহ চৌধুরী। ক্যানসার হাসপাতাল করার নামে ওই জমির মালিককে নামমাত্র মূল্যে জমিটি গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের নামে লিখে দেয়ার জন্য নানা রকমের চাপ দেয়া হচ্ছিল। জমি লিখে না দিতে চাইলে জামির মালিককে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্ট্রের নামে এক কোটি টাকা দান করার জন্যও জোর করা হচ্ছিল।

মামলায় ডা. জাফর উল্লাহ চৌধুরী ছাড়াও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলামসহ আরও তিনজনকে আসামি করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গত সোমবার একই ধরনের অভিযোগে আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন আরেক ভুক্তভোগী জমির মালিক।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী আশুলিয়ায় হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ওষুধ কোম্পানিসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

আল-মামুন/আরএআর/জেআইএম

আরও পড়ুন