‘নারান্দি-চীন মৈত্রী কেন্দ্র দুই দেশের বন্ধুত্ব শক্তিশালী করবে’
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই মি. ঝাং জু বলেছেন, নারান্দি গ্রামটি খুব সুন্দর। এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। নারান্দি-চীন মৈত্রী কেন্দ্রটি আমাদের দুই দেশের বন্ধুত্বের সেতু বন্ধন। এই কেন্দ্র ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করবে।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি গ্রামে নারান্দী চীন মৈত্রী কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টায় মি. ঝাং জু মনোহরদীর নারান্দি-চীন মৈত্রী কেন্দ্রে আসেন। পরে তিনি গ্রামের স্কুল, মাদরাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে মৈত্রী স্কুলে কম্পিউটার ট্রেনিং সেন্টার ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় মৈত্রী কম্পিউটার ট্রেনিং সেন্টারে নতুন ২৩টি কম্পিউটার উপহার দেন চীনা রাষ্ট্রদূত।
এ সময় তার সঙ্গে ছিলেন নারান্দি-চীন মৈত্রী কেন্দ্রের চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহাম্মেদ, নারান্দি চীন মৈত্রী কেন্দ্রের নিবার্হী পরিচালক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদিন প্রমুখ। সঞ্জিত
সাহা/আরএআর/জেআইএম