ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৫ আগস্ট ২০১৫

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে ক্যাম্পাস থেকে একটি র্যালি বের করা হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে আলোচনা সভায় কুবির ভিসি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার, ছাত্র পরিচালক ড. মুহম্মদ আহসান উল্যাহ, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক মো. তোফায়েল হোসেন মজুমদার প্রমুখ।

কামাল উদ্দিন/এমএএস/এমআরআই