ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে শাহপরান হাসপাতালে চিকিৎসা সেবা শুরু

প্রকাশিত: ১১:১০ এএম, ১৫ আগস্ট ২০১৫

জাতীয় শোক দিবসে মেডিকেল ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে খাদিম নগরে হযরত শাহপরান (রহ:) হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।  হাসপাতালে প্রথম রোগী অসুস্থ মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র দাশকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল কর্তৃক চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শোকের দিনে মেডিকেল ক্যাম্প আয়োজনের মতো একটি ভালো কাজের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহীদ সদস্যদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শণ করা হলো।

৩০ শয্যা বিশিষ্ট হযরত শাহ পরান (রহ:) হাসপাতাল ভবিষ্যতে সদর হাসপাতালে পরিণত হবে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, এই হাসপাতালের অবকাঠামোগত সকল সুবিধা যখন রয়েছে, কাজেই চিকিৎসা সেবা দিতে কোনো অসুবিধে নেই। তিনি আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বেই চিকিৎসা শুরু করার নির্দেশ দেন।

অর্থমন্ত্রীর নির্দেশানা অনুযায়ী হাসপাতালটি আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্ব পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হাসপাতালে আউটডোর সার্ভিস প্রদান করা হবে। এসময় রোগীদের কাছ থেকে টিকেট বাবদ কোনো ফি নেয়া হবে না।

সিলেটের জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, বিএমএ ও স্বাচিপ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আশফাক বক্তব্য রাখেন।

মেডিকেল ক্যাম্পে ১৫৫ জন পুরুষ, ৮৩ জন মহিলা ও ৫৩ জন শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ছামির মাহমুদ/এমএএস/এমআরআই