ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গামছায় মোড়ানো ১২৭০ বোতল ফেনসিডিল নিয়ে ধরা

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৭ অক্টোবর ২০১৮

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে এক হাজার ২৭০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায় এবং আটক দুই জন মাদক পাচারকারী বলে দাবি করেন বিজিবি সদস্যরা।

বুধবার ভোরে বেনাপোলের চেকপোস্ট সংলগ্ন বড়আঁচড়া সীমান্ত থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নুর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শিবাননদ কাঠি গ্রামের এনায়েত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানি সদরের নায়েক তরিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বড়আঁচড়া সীমান্তে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় গামছায় মোড়ানো দুইটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে এক হাজার ২৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক মাদকদ্রব্যসহ তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো.জামাল হোসেন/আরএ/এমএস

আরও পড়ুন