আত্মহত্যার আগে কিছু লিখে গেছেন ঢাবি ছাত্র জাকির
সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র জাকির হোসেন (২২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। গতকাল সোমবার ভোরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জাকির। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামের মোস্তাফিজার রহমান বুদার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কারণে রোববার রাতে বাবা ও মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় জাকিরের। সেই জের ধরে সোমবার ভোরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ ঘটনায় ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, মৃত্যুর আগে জাকির তার ডায়েরির পাতায় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন নোট লিখে গেছেন।
তিনি জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক অভাব অনটনের কারণে সে আত্মহত্যা করেছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মমিনুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএএস/পিআর