'ভিকটিম থানায় গেলে খাবারের ব্যবস্থা থাকবে'
রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের ধারণা পাল্টাতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষ ভয়ে পুলিশের সঙ্গে এক সময় কথা বলতো না। পুলিশ দেখে অনেকেই অকারণে দৌড়ে পালাতো। সাধারণ মানুষের মাঝে পুলিশের ভ্রান্ত ধারণা দূর করতে অনেক উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, একজন ভিকটিম থানায় গেলে যেন প্রথমেই একটা চকলেট কিংবা শুকনা খাবার টেবিলে পায় সে ব্যবস্থা এখন থেকে করা হবে।
সোমবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে ঠাকুরগাঁওয়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলার পুলিশ সুপার মোহা. মুনিরুজ্জামান এ সভার সভাপতিত্ব করেন।
গায়েবি মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গায়েবি মামলার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। পুলিশ নিদির্ষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করবে না বা করার সুযোগ নেই। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতে হয়েছে। মামলা প্রমাণ করার দায়িত্ব বাদীর।
মত বিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মত বিনিময় সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রবিউল এহসান রিপন/এমএএস/এমএস