ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে দুর্গাপূজায় কয়েক স্তরের নিরাপত্তা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৪ অক্টোবর ২০১৮

আসন্ন দুর্গাপূজায় ফেনীতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ প্রশাসন। জেলার ১৪২টি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তাসহ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নে পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে ও প্রতিটি মণ্ডপে পর্যায়ক্রমে পুলিশ টহলরত থাকবে। দর্শনার্থীদের চলাচলের জন্য রাতে শহর ও উপজেলায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হবে।

সূত্র আরও জানায়, পূজামণ্ডপের দর্শনার্থীরা পরিদর্শনের সময়ে নারী-পুরুষ পৃথক প্রবেশপথ করার জন্য পূজা কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে। পূজামণ্ডপে কোনো প্রকার ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। কারো কাছে কোনো ব্যাগ থাকলে স্বেচ্ছাসেবকরা তল্লাশি করে প্রবেশপথ থেকে ফিরিয়ে দেবে।

এছাড়াও মোটরসাইকেল পুজামণ্ডপে ঢুকতে দেয়া হবে বা। কারণ মোটরসাইকেলে করে দুষ্কৃতিকারীরা যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে। পূজামণ্ডপের সামনে ও পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। আতশবাজি ও পোটকা পোটানো যাবে না। সন্ধ্যার আগে দুর্গা বিসর্জন দিতে হবে। পূজা উপলক্ষে কোনো অশ্লীলতা প্রদর্শন করা থেকে বিরত থাকা, আজান-নামাজের সময় শব্দযন্ত্র বন্ধ ও রাত ১১টার মধ্যে শব্দযন্ত্র নিয়ন্ত্রণ বন্ধ করে দেয়ার পরামর্শ দিয়েছেন প্রশাসন।

এদিকে জেলার ১৪২ পূজা মণ্ডপে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী অনুদান প্রদান করেন । দশমি ঘাটের অসমাপ্ত কাজ সমাপ্তের জন্য ১৬ মেট্টিক টন চাল ও তার ব্যক্তিগত তহবিল থেকে জেলার প্রত্যেকটি মণ্ডপের জন্য দুই হাজার টাকা ও সদর উপজেলার ৫৪টি মণ্ডপের জন্য সরকারি তহবিল থেকে ৪০ হাজার টাকা দেয়া হয়।

পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বলেন, প্রশাসন পূজায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

আরএ/এমএস

আরও পড়ুন